যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগের বিষয়টি বিবেচনা করা হচ্ছে না: উ. কোরিয়া
উত্তর কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী রি সন গোয়ান জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো ধরনের যোগাযোগের বিষয়টি বিবেচনা করা হচ্ছে না। বুধবার (২৩ জুন) এখবর দিয়েছে বার্তাসংস্থা রয়টার্স। গত সোমবার উত্তর কোরিয়াবিষয়ক মার্কিন দূত বলেন, আলোচনার বিষয়ে পিয়ংইয়ংয়ের কাছ থেকে শিগগির একটি ইতিবাচক সাড়া পাওয়ার আশায় আছেন তিনি। এরপরই গোয়ানের মন্তব্য এলো।