![](https://media.priyo.com/img/500x/https://d30fl32nd2baj9.cloudfront.net/media/2021/06/23/thakurgaon-entrance-road-230621-01.jpg/ALTERNATES/w640/thakurgaon-entrance-road-230621-01.jpg)
ঠাকুরগাঁও ‘লকড ডাউন’, শনাক্তের হার ৪০ শতাংশ
করোনা সংক্রমণ ঠেকাতে ঠাকুরগাঁও জেলায় সাত দিনের সর্বাত্মক লকডাউন ঘোষণা করেছে জেলা করোনা প্রতিরোধ কমিটি।
বুধবার বিকেলে ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক মাহবুবুর রহমান জানান, পরদিন সকাল ৬টা থেকে আগামী ৩০ জুন সন্ধ্যা ৬টা পর্যন্ত এ ‘লকডাউন’ চলবে।