প্যাডেল চালিত রিকশা-ভ্যান থেকে ইঞ্জিন খুলে ফেলার নির্দেশ
প্যাডেল চালিত রিকশা ও ভ্যান থেকে ব্যাটারি বা ইঞ্জিনযন্ত্র খুলে ফেলার নির্দেশনা দেওয়া হয়েছে। বুধবার সড়ক পরিবহন সেক্টরের শৃঙ্খলা জোরদারকরণ এবং দুর্ঘটনা নিয়ন্ত্রণে গঠিত টাস্কফোর্সের তৃতীয় সভায় এ নির্দেশনা দেওয়া হয়।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা (সিনিয়র তথ্য অফিসার) শরীফ মাহমুদ অপু স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।