![](https://media.priyo.com/img/500x/https://www.daily-bangladesh.com/media/imgAll/2021March/Berge-9-2106230905.png)
ঘরে শান্তি আনে যেসব রং
ডেইলি বাংলাদেশ
প্রকাশিত: ২৩ জুন ২০২১, ১৫:০৫
রং মানুষের মনের আবেগকে নানারূপে নাড়া দেয়। তাইতো রং বাছাইয়ের ক্ষেত্রে মানুষের পছন্দের ভিন্নতা দেখা যায়। তেমনিভাবে ঘরের দেয়ালও আমরা নিজেদের পছন্দ অনুযায়ী বিভিন্ন রঙে রাঙিয়ে থাকি। জানেন কি, ঘরের দেয়ালের রং আমাদের জীবনযাপনে আলাদা প্রভাব ফেলে।
এমনকি আমাদের ঘরের দেয়ালে যে রঙ থাকে তা আমাদের মন ও মুডকেও প্রভাবিত করে। তাইতো আপনার ঘরকে সবসময় আনন্দময় রাখতে ঘরের আসবাবপত্র ও দেয়ালের রঙয়ে পরিবর্তন নিয়ে আসুন।