মহামারীর মধ্যেও বিশ্বজুড়ে ৫২ লাখ নতুন ধনকুবের
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ২৩ জুন ২০২১, ১৪:৩০
কোভিড-১৯ মহামারীতে অর্থনৈতিক বিপর্যয় সত্ত্বেও গত বছর বিশ্বজুড়ে ৫০ লাখেরও বেশি মানুষ মিলিয়নেয়ারের তালিকায় নাম তুলেছে। মহামারীতে অনেক দরিদ্র যখন আরও দরিদ্র হচ্ছে, তখন বিশ্বজুড়ে মিলিয়নেয়ারের সংখ্যা ৫২ লাখ বেড়ে মোট পাঁচ কোটি ৬১ লাখে দাঁড়িয়েছে বলে ক্রেডিট সুইচের এক অনুসন্ধানে উঠে এসেছে।
তাদের হিসাব অনুযায়ী ২০২০ সালে প্রথমবারের মতো বিশ্বজুড়ে প্রাপ্তবয়স্কদের এক শতাংশের বেশি মিলিয়নেয়ার হয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে বিবিসি।