![](https://media.priyo.com/img/500x/https://www.ittefaq.com.bd/image-contents/600x315x1x1/news-photos/2021/06/23/image-253997-1624416474.jpg)
ধানগাছ লাগিয়ে প্রতিবাদ!
চাঁদপুর জেলাধীন ফরিদগঞ্জ উপজেলার পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নের ইছাপুরা গ্রামের রাস্তা বেহাল হয়ে পড়ে আছে দীর্ঘদিন ধরেই। দীর্ঘদিন যাবৎ এই কাঁচা রাস্তা সংস্কার না হওয়ায়, বারবার অভিযোগ জানিয়েও কোনো সমাধান না হওয়ায় অবশেষে এলাকাবাসী অভিনব পদ্ধতিতে রাস্তায় ধানগাছ লাগিয়ে বিক্ষোভের পথে হাঁটতে বাধ্য হয়। দেশ যখন উন্নয়নের মহাসড়কে চলছে, তখন ফরিদগঞ্জের দায়চারা, ইছাপুরা, চৌমুখা, সাহাপুর—এই চার গ্রামের মানুষ উন্নয়নের মহাসড়ক থেকে যেন ছিটকে পড়ছে।