চাঁদপুরে বিলে মাছ ধরতে গিয়ে হত্যাকাণ্ডের শিকার হয়েছেন এক ব্যক্তি। গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। তবে কে বা কারা ওই ব্যক্তিকে হত্যা করেছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। মঙ্গলবার (২২ জুন) রাতে সদর উপজেলার চান্দ্রা ইউনিয়নের বাখরপুর বিল থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত ব্যক্তির নাম মজিবুর রহমান মজু খাঁ (৬০)। তিনি ওই এলাকার মৃত অলিউল্লা খাঁর ছেলে। মজু খার বাখরপুর গ্রামেই মুদি দোকানের ব্যবসা ছিল। তার ৪ ছেলে দুই মেয়ে রয়েছে।