![](https://media.priyo.com/img/500x/https://d30fl32nd2baj9.cloudfront.net/media/2021/06/23/uae-bangladeshi-230621-01.jpg/ALTERNATES/w640/uae-bangladeshi-230621-01.jpg)
আমিরাতের হিমঘরে ৪৯ দিন পড়ে ছিল বাংলাদেশির লাশ
বেওয়ারিশভাবে ৪৯ দিন হিমঘরে পড়ে থাকার পর সংযুক্ত আরব আমিরাতে এক বাংলাদেশির লাশের খোঁজ পেয়েছেন তার স্বজনরা। আবুধাবিতে সড়ক দুর্ঘটনায় নিহত ওই বাংলাদেশির নাম মোহাম্মদ হারুনুর রশীদ (৫০)। তিনি লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার কেরোয়া গ্রামের সিরাজুল ইসলামের ছেলে।
নিহত হারুনের মামাত ভাই আবুধাবি প্রবাসী শাহাদাত হোসেন সুজন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “হারুন ভ্রমণ ভিসায় গত ২ মে দুবাই আসেন। পরদিন দুবাই থেকে আবুধাবি রওনা দেন।”