গাজীপুরে পুকুরে ডুবে শিশুর মৃত্যু
গাজীপুরে নানার বাড়ি বেড়াতে এসে মাছের খামারে খেলতে গিয়ে পুকুরে ডুবে মাদ্রাসার ছাত্র এক শিশু মারা গেছে। তার নাম-আহাদ শিকদার (৬)। সে গাজীপুর সিটি কর্পোরেশনের সদর থানাধীন কাউলতিয়ার বাউপাড়া এলাকার সেলিম শিকদারের ছেলে এবং স্থানীয় এক মাদ্রাসার নূরানী বিভাগের ছাত্র।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) সদর থানার এস আই আল আমিন জানান, মায়ের অসুস্থতার কারণে মঙ্গলবার সকালে বাড়ির পার্শ্ববর্তী নানার বাড়ি বেড়াতে আসে আহাদ শিকদার।