![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fassetsds.cdnedge.bluemix.net%2Fbangla%2Fsites%2Fdefault%2Ffiles%2Fstyles%2Fvery_big_1%2Fpublic%2Ffeature%2Fimages%2Fdhaka-university_1_0.jpg%3Fitok%3DOJnvC-U3)
বহুতল ভবন চান না প্রধানমন্ত্রী, নতুন নকশায় নির্মিত হবে টিএসসি
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনার সঙ্গে মিল রেখে নতুনভাবে নির্মিত হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি)।
বিশ্ববিদ্যালয়টির উপ-উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ দ্য ডেইলি স্টারকে বলেন, ‘গত ২৪ মে পরিকল্পনাটির তিনটি নকশা প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপন করে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তখন প্রধানমন্ত্রী এসব নির্দেশনা দেন।’
তিনি জানান, প্রাচীন কাঠামো অটুট রেখে এবং বর্তমান ছাত্র ও শিক্ষকের সংখ্যার ওপর ভিত্তি করে আধুনিক সুযোগ-সুবিধাসহ টিএসসি পুনর্নির্মাণের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। এ ছাড়া, টিএসসির খোলা সবুজ চত্ত্বর এবং এর সামনের খোলা জায়গার আয়তন বাড়াতে বলেছেন তিনি। পাশাপাশি, একটি আধুনিক অডিটোরিয়াম নির্মাণেরও নির্দেশনা দিয়েছেন।
বর্তমান টিএসসি ভবন সংস্কার করা হলে তা কেবল ২৫ বছরের মতো টিকবে। এরপর এটিকে ভেঙে ফলতে হবে। তাই সংস্কারের বদলে নতুন করে টিএসসি নির্মাণের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী।