You have reached your daily news limit

Please log in to continue


'বাপ দেখেনি ছাগল, ছেলে মুরগি দেখেই পাগল', সায়নীর মন্তব্যে অশ্লীল আক্রমণ

সোশ্যাল মিডিয়ায় নেটিজেনদের তোপের মুখে সায়নী ঘোষ (Saayoni Ghosh)। একটি পোস্টে সায়নীর কমেন্টের তলায় একের পর এক অশ্লীল মন্তব্য লেখা হল। শুধু তাই নয়, সায়নীর উদ্দেশ্যে কটূক্তিও করেছেন কেউ কেউ।

Debangshu Bhattacharya Dev Fam এই নামের ফেসবুক প্রোফাইলে একটি স্টেটাস দেওয়া হয়। যেখানে লেখা হয়েছে, 'আমি প্রতীজ্ঞা করছি, যেখানে বোন রয়েছে, সেখানে বাংলাকে ভাগ করতে দেব না'। এই লেখার শেষে সায়নী ঘোষকে ট্যাগ করা হয়। হ্যাশট্যাগে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম লেখা হয়। এই পোস্টে সায়নী কমেন্টে লেখেন, 'এদের অবস্থা খুবই শোচনীয়। বাপ দেখেনি ছাগল, ছেলে মুরগি দেখেই পাগল কেস'।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন