![](https://media.priyo.com/img/500x/https://www.channelionline.com/wp-content/uploads/2021/06/copa1.jpg)
কোপা আমেরিকায় এখন ১৪০ জনের করোনা
লাতিন শ্রেষ্ঠত্বের লড়াই কোপা আমেরিকায় খেলোয়াড়-স্টাফ ও সংশ্লিষ্টদের মধ্যে করোনাভাইরাস বাড়ছে সময়ের সাথে পাল্লা দিয়ে। শনাক্তের সংখ্যা ১৪০ জনে পৌঁছেছে বলে জানিয়েছে টুর্নামেন্টের আয়োজক কনমেবল।
ব্রাজিলে বসা চলতি কোপার আসরে উদ্বোধনী ম্যাচের একদিন আগে স্বাগতিকদের প্রতিপক্ষ ভেনেজুয়েলার খেলোয়াড়-স্টাফসহ ১৩ জনের করোনা শনাক্তের খবর নিয়ে মাঠে গড়িয়েছে বল। পরে টুর্নামেন্টের অর্ধেক আসতে না আসতে শনাক্ত দেড়শ ছুঁইছুঁই।