নির্বাচনের আগে ভুরিভুরি প্রতিশ্রিতি দিচ্ছে ম্যার্কেলের দল

ডয়েচ ভেল (জার্মানী) জার্মানি প্রকাশিত: ২২ জুন ২০২১, ১৪:০৩

সোমবার ইশতেহার প্রকাশ করে জার্মানির সিডিইউ ও সিএসইউ দল স্থিতিশীলতা ও আধুনিকীকরনের অঙ্গীকার করেছে৷ ম্যার্কেল-পরবর্তী সময়েও সরকারের নেতৃত্ব দিতে চায় এই শিবির৷ সবে করোনা সংকট কেটে যাবার লক্ষণ দেখা যাচ্ছে, যদিও বিপদের আশঙ্কা পুরোপুরি দূর হয় নি৷ প্রায় ১৬ মাস পর জার্মানির মানুষ আবার ধীরে ধীরে স্বাভাবিক জীবনযাত্রায় ফিরে যাবার তোড়জোড় করছেন৷ অনেকে পেশা জীবনে ক্ষতি সামলে ওঠার চেষ্টা করছেন৷


এদিকে সাধারণ নির্বাচনের আর ১০০ দিনও বাকি নেই৷ এমন প্রেক্ষাপটে কার্যত সবার শেষে ইশতাহার প্রকাশ করলো জার্মানির সিডিইউ ও সিএসইউ দলের ইউনিয়ন শিবির৷ চ্যান্সেলর হিসেবে আঙ্গেলা ম্যার্কেলের দীর্ঘ প্রায় ১৬ বছরের কার্যকালের পরেও ক্ষমতায় টিকে থাকতে ভোটারদের কাছে ‘আকর্ষণীয়' কর্মসূচি পেশ করলো জার্মানির এই রাজনৈতিক শক্তি৷

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও