![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.ntvbd.com%2Fsites%2Fdefault%2Ffiles%2Fstyles%2Fsocial_share%2Fpublic%2Fimages%2F2021%2F06%2F22%2Flaunch.jpg%3Fitok%3DBGWLiYAE)
সাত জেলায় নৌযান চলাচল বন্ধ
করোনাভাইরাসের বিস্তার রোধে আজ মঙ্গলবার সকাল ৬টা থেকে পরবর্তীতে নির্দেশ না দেওয়া পর্যন্ত ঢাকার পার্শ্ববর্তী সাত জেলায় যাত্রীবাহী নৌযান চলাচল বন্ধ থাকবে।
করোনাভাইরাস সংক্রমণ বৃদ্ধি প্রতিরোধে মন্ত্রিপরিষদ বিভাগের জারিকৃত প্রজ্ঞাপনের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) গতকাল সোমবার রাতে এ সংক্রান্ত এক বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।