![](https://media.priyo.com/img/500x/https://assets.telegraphindia.com/abp/2021/Jun/1624346921_kp-sharma-oli1.jpg)
Yoga: ভারত নয়, যোগাসনের উৎপত্তি আসলে নেপালেই, রামজন্মভূমির পর ফের বিতর্কিত মন্তব্য ওলির
অযোধ্যা নিয়ে টানাহ্যাঁচড়ার পর এ বার যোগাসনের উৎপত্তি নিয়ে পড়লেন নেপালের তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। তাঁর দাবি, ভারত নয় যোগাসনের উৎপত্তি আসলে নেপালেই। শুধু তাই নয়, যোগাসনের উৎপত্তির সময় ভারতের কোনও অস্তিত্বই ছিল না বলে দাবি করলেন তিনি।