মুখ থুবড়ে পড়েছে 'এক দেশ এক রেট' কার্যক্রম, দায়ী কারা?
যমুনা টিভি
প্রকাশিত: ২২ জুন ২০২১, ১৩:২৭
অবৈধ ইন্টারনেট অপারেটরদের দৌরাত্ন দিন দিন বাড়ছে। নিয়ন্ত্রক সংস্থার তদারকিতে না থাকায়, এসব অপারেটর সরকারি নির্দেশনাও তোয়াক্কা করছে না। মাঠ পর্যায়ে সরকারি নির্দেশনা বাস্তবায়নে রয়েছে গাফিলতি। আইএসপিএবি'র অভিযোগ, লাইসেন্সবিহীন অপারেটর লাগাম টেনে ধরা না গেলে, সরকারের সাশ্রয়ে ইন্টারনেট সেবাদান আলোর মুখ দেখবে না।