কেমন চলছে ৭ জেলার লকডাউন
বাংলা ট্রিবিউন
প্রকাশিত: ২২ জুন ২০২১, ১০:৪৩
করোনাভাইরাসের সংক্রমণরোধে সাত জেলায় শুরু হয়েছে কঠোর লকডাউন। মঙ্গলবার (২২ জুন) সকাল ৬টা থেকে লকডাউন শুরু হয়। এরই মধ্যে লকডাউন ঘোষিত জেলাগুলোতে প্রবেশ ও বের হওয়ায় মুখ বন্ধ করে দেওয়া হয়েছে। বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে চেকপোস্ট স্থাপন করেছে পুলিশ। পুলিশের পাশাপাশি র্যাব সদস্যরাও বিভিন্ন সড়কে টহল দিচ্ছেন। সকাল থেকে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত অভিযানে নেমেছে। এছাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তারা লকডাউন পরিস্থিতি মনিটরিং করছেন। সার্বিক পরিস্থিতি দেখভাল করছেন এসব জেলার প্রশাসকরা।