অমানিশার ঘোর অন্ধকারে মধ্যবিত্তের জীবন
ভুলটা অবশ্যই মধ্যবিত্তের ছিল না। চলমান জীবনে প্রতিনিয়ত যে সংকটের ভেতর দিয়ে মধ্যবিত্তকে যেতে হয়, তাতে ভুল করার সুযোগ কোথায়। গেল পনেরো মাসে নিম্নবিত্ত, যারা দিন এনে দিন খায় তারাও মোটামুটি সামলে নিয়েছেন। কাজ করছে, কোনমতে দিন গুজরান করছে। কিন্তু মধ্যবিত্তের যে কোমর ভাঙলো, তা আর সোজা হলো না। কবে নাগাদ সোজা হবে বা আদৌ সোজা হবে কী না, সে প্রশ্নের উত্তর দেবারও কেউ নেই।