প্রাইভেট টিউটর থেকে যেভাবে বিধায়ক হয়ে ওঠলেন কৃষকের ছেলে
পশ্চিবঙ্গের বিধানসভা নির্বাচনে সবচেয়ে দরিদ্র প্রার্থী হিসেবে বিজেপির মনোনয়ন পান নির্মল ধাড়া। পেশা প্রাইভেট টিউশনি উল্লেখ করেন হলফনামায় তার সম্পত্তির পরিমাণ জানিয়েছিলেন ১৭০০ রুপি। পরবর্তীতে নির্বাচনে জিতে তিনি ইন্দাসের বিধায়ক নির্বাচিত হন। কিন্তু বিধায়ক হলেও তাকে টিউশনি চালিয়ে যেতে হচ্ছে। কারণ শিক্ষার্থী থেকে অভিভাবক— সকলেই তার পড়ানোর দক্ষতায় এতটাই মুগ্ধ যে কোনো ভালো শিক্ষক ঠিক না হওয়া পর্যন্ত তারা নির্মলকে ছাড়তে চাইছেন না।