You have reached your daily news limit

Please log in to continue


WhatsApp-এ আপনার বন্ধুরা কে কার সঙ্গে চ্যাট করছেন? কী ভাবে বুঝবেন?

আজকাল প্রায় সবার স্মার্টফোনেই WhatsApp ইনস্টলড থাকে। কিন্তু, আপনার হোয়াটসঅ্যাপ বন্ধুদের মধ্যে কার সঙ্গে কে কখন কথা বলছেন, তা বোঝার সরাসরি কোনও উপায় থাকে না। যদিও, তা বোঝার জন্য WhatsApp-এ বিশেষ কোনও উপায় না থাকলেও, ট্রিকস তো রয়েইছে। কী সেই ট্রিক? আপনার WhatsApp বন্ধুবান্ধবের কে কার সঙ্গে চ্যাট করছেন কী ভাবেই বা সামান্য ট্রিকের উপর নির্ভর করে বুঝবেন?

যদি মনে করেন WhatsApp চ্যাট দেখে বুঝে যাবেন, আপনার প্রিয়জন কার সঙ্গে চ্যাট করছিল? তার জন্য মনে রাখা প্রয়োজন যে, WhatsApp চ্যাট ডিলিটও করা সম্ভব। তাই, চ্যাট হিস্ট্রি ক্লিয়ার করার আগে ধরতে তা পারলেও হাতেনাতে কাউকে ধরা সম্ভব না। তবে, একটা সহজ উপায়ে একজনের সঙ্গে অন্যজন চ্যাট করলে, আপনি সরাসরি তা বুঝে যেতে পারবেন। কীভাবে?

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন