![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.jagonews24.com%2Fog-image%2Flifestyle%3Ffile%3Ddefault%26imgPath%3D2019November%2Fear-20210621144718.jpg)
বর্ষায় কানের ইনফেকশন ও ব্যথা থেকে মুক্তির উপায়
জাগো নিউজ ২৪
প্রকাশিত: ২১ জুন ২০২১, ১৪:৪৭
ঋতু বদলের সময়ে শারীরিক নানা সমস্যা দেখা দিতে পারে। বিশেষ করে বর্ষায় স্যাঁতস্যাঁতে আবহাওয়ার কারণে চুল, ত্বকের পাশাপাশি কানের সমস্যাও দেখা দিতে পারে। বর্ষা মৌসুমে সূর্যের তাপ কম এবং বৃষ্টিপাত বেশি হওয়ায় আবহাওয়া বেশ ঠান্ডা থাকে। এ কারণে ছোট-বড় সবার ক্ষেত্রেই কানে ইনফেকশন, ব্যথা বা চুলকানি হতে পারে।
শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গগুলোর মধ্যে কান অন্যতম। তাই কানের যত্ন নেওয়া খুবই জরুরি। শুধু বর্ষা নয়, কানের ফাঙ্গাল ইনফেকশন, ব্যাকটেরিয়া, ব্যথা, চুলকানিদসহ বিভিন্ন সমস্যার সম্মুখীন হন। তবে প্রাথমিকভাবে ঘরেই এর সমাধান করতে পারেন।