কোভিড-১৯: মোংলায় শনাক্ত বেড়ে ৬৭ শতাংশ
বাগেরহাটের মোংলা উপজেলায় গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ শনাক্তের হার ২২ শতাংশ-পয়েন্ট বেড়ে ৬৭ শতাংশ হয়েছে।একই সময় জেলায় ৮ শতাংশ-পয়েন্ট বেড়ে হয়েছে ৪৩ শতাংশ। লকডাউন শিথিল হওয়ায় সংক্রমণ কমছে না বলে জানিয়েছেন জেলার স্বাস্থ্য কর্মকর্তারা।
সিভিল সার্জন কে এম হুমায়ুন কবির বলেন, “জেলার মধ্যে সবচেয়ে ঝুঁকিতে থাকা মোংলা উপজেলায় রোববার সকাল ৬টা থেকে সোমবার সকাল ৬টা পর্যন্ত ২৪ জনের পরীক্ষা হয়েছে। তাদের মধ্যে ১৬ জনের পজিটিভ এসেছে। শনাক্তের হার ৬৬ দশমিক ৬৭ শতাংশ, যা আগের দিনের তুলনায় ২২ শতাংশ-পয়েন্ট বেশি।”