![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.jagonews24.com%2Fog-image%2Fcountry%3Ffile%3Ddefault%26imgPath%3D2019November%2Fsuna-1-20210621122919.jpg)
সুনামগঞ্জে ভোট কেন্দ্রে নারীর উপস্থিতি বেশি
প্রথম ধাপে সুনামগঞ্জের ছাতক উপজেলার নোয়ারাই ও সিংচাপইড় ইউনিয়ন পরিষদে সোমবার (২১ জুন) সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। চলবে বিকেল ৪টা পর্যন্ত। তবে ভোট কেন্দ্রে পুরুষের চেয়ে নারীদের উপস্থিত দ্বিগুণ। আনন্দ উদ্দীপনা নিয়ে নারীরা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে কেন্দ্র এসেছেন।
সোমবার (২১ জুন) সকালে ছাতক উপজেলার সিংচাপইড় ইউনিয়নের ৯৩ নং মহদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্রের প্রাঙ্গণে গিয়ে দেখা যায়, পুরুষের চেয়ে নারীর উপস্থিতি সংখ্যা দ্বিগুণ। দীর্ঘ লাইন ধরে নারীরা ভোট দেয়ার অপেক্ষা রয়েছেন।