![](https://media.priyo.com/img/500x/https://assets.telegraphindia.com/abp/2021/Jun/1624254781_hc.jpg)
অন্য মামলায় ব্যস্ত হাই কোর্টের বৃহত্তর বেঞ্চ, সোমবার হচ্ছে না নারদ মামলার শুনানি
সোমবার নারদ মামলার শুনানি হচ্ছে না। জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট। সোমবারই আদালতে ভোট পরবর্তী হিংসার অভিযোগ নিয়ে শুনানি শুরু হয়েছে। তা নিয়েই ব্যস্ত রয়েছে হাইকোর্টের বৃহত্তর বেঞ্চ। সেই কারণেই সোমবার নারদ মামলার শুনানি বন্ধ রাখা হয়েছে বলে জানা গিয়েছে। মামলার শুনানির পরবর্তী তারিখ সম্পর্কে এখনও কিছু জানায়নি হাইকোর্ট।