![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.ntvbd.com%2Fsites%2Fdefault%2Ffiles%2Fstyles%2Fsocial_share%2Fpublic%2Fimages%2F2021%2F06%2F21%2Fsirajgonj-highway-road-1.jpg%3Fitok%3DbBKzk22t)
ঈদে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে বড় যানজটের আশঙ্কা
সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে ক্ষতিগ্রস্ত নলকা সেতু ও মুলিবাড়িতে ডিভাইডার ও কড্ডায় ফ্লাইওভার নির্মাণকাজ চলমান থাকায় প্রায় প্রতিদিনই যানজট লেগেই থাকছে। এতে ভোগান্তিতে পড়তে হচ্ছে দেশের পশ্চিম ও উত্তরাঞ্চলগামী যাত্রীদের। ঘণ্টার পর ঘণ্টা আটকে থাকতে হচ্ছে মহাসড়কে। ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশুবাহী ট্রাক ও ঈদে ঘরমুখী মানুষের চাপ শুরু হলে যানজট ও ভোগান্তি ভয়াবহ আকার ধারণ করতে পারে।