You have reached your daily news limit

Please log in to continue


‘উপসর্গ কম হলেও ডাক্তারের কাছে যান’

রাজ্যে করোনা সংক্রমণের নিম্নগতি অব্যাহত আছে। রবিবার নতুন করে আক্রান্ত হয়েছেন ২১৮৪ জন। কলকাতায় সংক্রমিতের সংখ্যা নেমেছে ১৮৫-তে। জেলা হিসেবে সংক্রমণের দিক থেকে রাজ্যের মধ্যে তৃতীয় স্থানে নেমে এসেছে মহানগরী। এই প্রবণতা যতই স্বস্তিকর মনে হোক, বিধি মানার ক্ষেত্রে যাতে কোনও শৈথিল্য না-আসে, সেই বিষয়ে বার বার সতর্ক করছেন চিকিৎসক, বিশেষজ্ঞ এবং চিকিৎসা-গবেষকেরা। দিনযাপনে করোনার স্বাস্থ্যবিধি অক্ষরে অক্ষরে মেনে চলার পাশাপাশি উপসর্গের দিকে সদা-সতর্ক নজরদারির উপরে জোর দিচ্ছেন তাঁরা। বলছেন, করোনার সামান্যতম উপসর্গ দেখলেও যেন কোনও ভাবেই তাকে উপেক্ষা করা না-হয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন