কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

সিআইপি মুছা মিয়ার দাফন সম্পন্ন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক

মানবজমিন প্রকাশিত: ২১ জুন ২০২১, ০০:০০

শ্রদ্ধা আর ভালোবাসার মধ্য দিয়ে কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলা আওয়ামী লীগের প্রধান উপদেষ্টা, সিনিয়র সিটিজেন কুলিয়ারচর গ্রুপের চেয়ারম্যান, বিশিষ্ট দানবীর আলহাজ মরহুম মো. মুছা মিয়া সি.আই.পি’র নামাজে জানাজা শেষে তার পারিবারিক গোরস্থানে সমাহিত করা হয়েছে। আলহাজ মো. মুছা মিয়া সি.আই.পি গত শনিবার ভোর সোয়া ৬টার দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করে না ফেরার দেশে চলে যান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি দীর্ঘদিন মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন। গতকাল বাদ জোহর কুলিয়ারচর সরকারি কলেজ মাঠে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের ঢল নামে। জানাজায় অন্যান্যের মধ্যে অংশগ্রহণ করেন  কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর) আসনের সংসদ সদস্য ও বিসিবি সভাপতি আলহাজ নাজমুল হাসান পাপন, কিশোরগঞ্জ-৪ (অষ্টগ্রাম-মিঠামইন-ইটনা) আসনের সংসদ সদস্য রেজওয়ান আহমেদ তৌফিক, কিশোরগঞ্জ-৫ (বাজিতপুর-নিকলি) আসনের সংসদ সদস্য মো. আফজাল হোসেন, বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপি’র সভাপতি মো. শরীফুল আলমসহ বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধি ও রাজনৈতিক ব্যক্তিবর্গ। মো. মুছা মিয়া সি.আই.পি’র মৃত্যুতে মহামান্য রাষ্ট্রপতি আব্দুল হামিদ, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের (এমপি)সহ বিভিন্ন রাজনৈতিক ও সাংস্কৃতিক সামাজিক সংগঠন পৃথক পৃথকভাবে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা জ্ঞাপন করেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত