কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

রংপুরে স্বাস্থ্য খাতে অনিয়ম-দুর্নীতি বন্ধে সভা

মানবজমিন প্রকাশিত: ২১ জুন ২০২১, ০০:০০

অনিয়ম, স্বেচ্ছাচারিতা, দুর্নীতির স্বর্গরাজ্যে পরিণত হয়েছে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল। কতিপয় চিকিৎসক, নার্স, কর্মকর্তা ও কর্মচারীদের দাপটে জিম্মি হয়ে পড়েছেন হাসপাতালের রোগীরা। অভিযোগ উঠেছে  টিকিট বাণিজ্য, সিট বাণিজ্য ও লাশ বাণিজ্যে মেতে উঠেছে নার্স-কর্মচারী এবং দালাল সিন্ডিকেট। কেউ এর প্রতিবাদ করলে তাদের ওপর চড়াও হয় সিন্ডিকেট দলেরা। যা নিয়ে প্রায়ই ঘটছে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে অনাকাঙ্ক্ষিত ঘটনা। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালসহ স্বাস্থ্যখাতে অনিয়ম-দুর্নীতি বন্ধে করণীয় নিয়ে রংপুরে গোলটেবিল বৈঠক হয়েছে। গতকাল নগরীর একটি কমিউনিটি সেন্টার মিলনায়তনে ‘প্রতিবাদী রংপুরবাসী’র ব্যানারে এ গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়। চিকিৎসক ও লেখক মফিজুল ইসলাম মান্টুর সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন, কারমাইকেল কলেজের সাবেক অধ্যাপক শাহ আলম, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক ড. তুহিন ওয়াদুদ, একাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের শিক্ষক উমর ফারুক, সনাক রংপুরের সংগঠক মোশফেকা রাজ্জাক, ওয়ার্কার্স পার্টির পলিট ব্যুরোর সদস্য নজরুল ইসলাম হক্কানি, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক রফিক সরকার প্রমুখ।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে