খুলনা বিশ্ববিদ্যালয়ের সকল পরীক্ষা স্থগিত
খুলনায় করোনা সংক্রমণ আশঙ্কাজনক বৃদ্ধি পাওয়ায় আগামী মঙ্গলবার (২২ জুন) থেকে পরবর্তী সাতদিন কঠোর লকডাউন ঘোষণা করা হয়েছে। এ কারণে খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) সকল পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়েছে।
রোববার (২০ জুন) দুপুরে খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেনের সভাপতিত্বে উপ-উপাচার্য ও ডিনদের সঙ্গে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) সকল পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়। এরপর বিকেলে খুবির রেজিস্ট্রার এক অফিস আদেশে এ তথ্য জানায়।