![](https://media.priyo.com/img/500x/https://d30fl32nd2baj9.cloudfront.net/media/2021/06/20/snake-gazipur-anwar-ispat-200621-02.jpg/ALTERNATES/w640/snake-gazipur-anwar-ispat-200621-02.jpg)
গাজীপুরে কলম্বিয়া থেকে আসা কন্টেইনারে অজগর
গাজীপুরে এক ইস্পাত কারখানায় সূদুর কলম্বিয়া থেকে কাঁচামাল নিয়ে আসা কন্টেইরান খুলে পাঁচ ফুট লম্বা এক অজগর পাওয়া গেছে। রোববার গাজীপুরের টঙ্গীর আনোয়ার ইস্পাত কারখানার থেকে সাপটি উদ্ধার করে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক পাঠানো হয়েছে। দক্ষিণ আমেরিকার দেশ কলম্বিয়া থেকে শিপমেন্টের চার মাস পর গত শনিবার এ কারখানা চত্বরে কন্টেইনারটি আনলোড করতে গিয়ে সাপটি চোখে পড়ে।