চট্টগ্রামে দলের সাংগঠনিক দুর্বলতা দুঃখজনক: হানিফ
চট্টগ্রামে আওয়ামী লীগের সাংগঠনিক দুর্বলতাকে দুঃখজনক বলে মন্তব্য করেছেন দলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। রোববার চট্টগ্রাম সার্কিট হাউজে দুই দিনের সাংগঠনিক মত বিনিময় সভার প্রথম দিন বক্তব্য দেওয়ার সময় তিনি এ মন্তব্য করেন।
সারাদেশেই সাংগঠনিক দুর্বলতা চোখে পড়ার কথা জানিয়ে হানিফ বলেন, “হয়ত টানা ১২ বছর ক্ষমতায়, একারণে আমাদের অনেকের মধ্যেই একটা আয়েসি মনোভাব চলে এসেছে। আমরা ভাবছি, জননেত্রী শেখ হাসিনা যতদিন আছেন আমরা তো ক্ষমতায় আছিই। সংগঠন দুর্বল না সবল, এগুলো তো আর বোঝা যাচ্ছে না ক্ষমতায় থাকলে।”