![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.ntvbd.com%2Fsites%2Fdefault%2Ffiles%2Fstyles%2Fsocial_share%2Fpublic%2Fimages%2F2021%2F06%2F20%2Fsonu_sood_0.jpg%3Fitok%3Dee-BQaiG)
বাবা দিবসে কেন ছেলেকে গাড়ি উপহার দেব?
অন্তর্জালে শনিবার গুঞ্জন ছড়ায়, সম্প্রতি আঠারোয় পা দেওয়া ছেলে ঈশানকে বিলাসবহুল গাড়ি উপহার দিয়েছেন বলিউড অভিনেতা সোনু সুদ। বিভিন্ন মাধ্যমে খবর বেরোয়, বাবা দিবস উপলক্ষে ছেলেকে তিন কোটি রুপি দামের গাড়ি উপহার দিয়েছেন সোনু। তবে সেই আজ গুঞ্জন উড়িয়ে দিয়েছেন এ তারকা।
বলিউডের প্রভাবশালী গণমাধ্যম বলিউড হাঙ্গামার খবর, ছেলেকে গাড়ি উপহার দেওয়ার খবর উড়িয়ে দিয়েছেন সোনু সুদ। বলেছেন, ‘এর কোনো সত্যতা নেই। ছেলের জন্য আমি গাড়ি কিনিনি। গাড়িটি আমাদের বাড়িতে ট্রায়ালের জন্য আনা হয়েছিল। আমরা পরীক্ষার জন্য চালিয়েছিলাম। কিন্তু এখানেই শেষ। আমরা গাড়ি কিনিনি।’