২০২৫ সালের আগে নতুন বিদ্যুৎকেন্দ্র না করার সুপারিশ সিপিডির
ব্যয় কমাতে ২০২৫ সালের আগে নতুন কোনো বিদ্যুৎকেন্দ্র না করার সুপারিশ করেছে সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)। নতুন করে কুইক রেন্টালের মেয়াদ না বাড়ানো, প্রতি ইউনিট বিদ্যুতের দাম কমানো ও নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর সুপারিশ করেছে গবেষণা প্রতিষ্ঠানটি। রোববার (২০ জুন) বাজেটে বিদ্যুৎ ও জ্বালানি খাত শীর্ষক ভার্চুয়াল আলোচনা সভায় এসব সুপারিশ করে সিপিডি।
মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিপিডির গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম। তিনি বলেন, আমাদের ডিস্ট্রিবিউশন ও ট্রান্সমিশন লাইন বাড়ছে। এর ফলে সাধারণ মানুষ সুফল পেতে শুরু করেছে।
তিনি বলেন, কুইক রেন্টালগুলোর নতুন করে মেয়াদ বৃদ্ধির প্রয়োজন নেই। আমরা দেখেছি ২০২০ সালে কুইক রেন্টালের মাত্র এক তৃতীয়াংশ বিদ্যুৎ ব্যবহার করা হয়েছে। কিন্তু এখাতে সরকারের খরচ অব্যাহত আছে। গ্রিন এনার্জি ও নবায়নযোগ্য জ্বালানির দিকে আমাদের গুরুত্ব দিতে হবে।