চট্টগ্রামে শহরের চেয়ে গ্রামে করোনায় আক্রান্ত বেশি
চট্টগ্রামে সর্বশেষ ২৪ ঘণ্টায় শহরের চেয়ে গ্রামের বেশি মানুষের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। আক্রান্তের হারও বেড়েছে। এ সময়ে এক রোগীর মৃত্যু হয়েছে।
সিভিল সার্জন কার্যালয়ের রিপোর্টের প্রেক্ষিতে বাসস জানায়, নগরীর সাতটি ও কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবে গতকাল শনিবার চট্টগ্রামের ৬৪২ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষায় নতুন পজিটিভ ১৩৬ জনের মধ্যে শহরে ৬৭ জন ও ১১ উপজেলায় ৬৯ জন। সংক্রমণ হার ২১ দশমিক ১৮ শতাংশ। ফলে জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৫৫ হাজার ৯৮১ জনে। এতে শহরের বাসিন্দা ৪৪ হাজার ১০০ জন ও গ্রামের ১১ হাজার ৮৮১ জন।