![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.jagonews24.com%2Fog-image%2Finternational%3Ffile%3Ddefault%26imgPath%3D2019November%2Fbelgium-20210620142551.jpg)
বেলজিয়ামে নির্মাণাধীন স্কুলভবন ধসে ৫ শ্রমিক নিহত
বেলজিয়ামে একটি নির্মাণাধীন স্কুলভবন আংশিকভাবে ধসে পড়ায় পাঁচজন শ্রমিক নিহত হয়েছেন। অ্যান্টওয়ার্প শহরে শুক্রবার বিকেলে এ দুর্ঘটনা ঘটে।
শনিবার বিকেল পর্যন্ত ধ্বংসস্তূপ থেকে দুটি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। অ্যান্টওয়ার্পের দমকল বিভাগ জানিয়েছে, নিখোঁজ সকলেই ইতোমধ্যে মারা গেছেন।
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- শ্রমিক
- নিহত
- নির্মাণাধীন ভবন ধস