কওমি মাদরাসা: শিশুদের মনস্তত্ত্ব, সংকট ও সমাধান
জ্ঞান দিতে চাইলে সেটা দেওয়াই যায়। কিন্তু পরের সন্তানকে চাইলেই রাখা যায় না। আবার কেউ চাইলেই রাখতে পারে না। অর্থাৎ নিজের সন্তানকে রাখার জন্য যতটা দায়িত্বের ব্যাপার আছে পরের সন্তানকে রাখার ক্ষেত্রে অনেক বেশি দায়িত্বশীল হতে হয়। একটা আফসোস নিয়ে লেখাটা শুরু করতে হচ্ছে।
২০২১ সালের ২৬ মার্চ স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালিত হয়েছে। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য যে, এই একটা দিনেই আমরা দেখেছি হেফাজতে ইসলাম রাস্তায় প্রতিবাদের নামে শিশুদের ব্যবহার করেছে। প্রশ্ন হচ্ছে, তারা কী বুঝে এসব করেছে? তাদের যারা ব্যবহার করেছে তারা কী জানে কতটা অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে এই শিশুদের? শিশুদের বাবা-মা কী জানে সহিংসতার মাঝে তাদের সন্তানকে ঠেলে দেওয়া হয়েছে? সেই জায়গায় ভাবতে গিয়ে অনেক কিছুই পেলাম যেখানে পরিবর্তন জরুরি। সেই পরিবর্তন পরিবার থেকে শুরু করে রাষ্ট্রীয় পর্যায়েও প্রয়োজন।