![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.jagonews24.com%2Fog-image%2Flaw-courts%3Ffile%3Ddefault%26imgPath%3D2019November%2Fsup-v-20210620084550.jpg)
‘জামিন শুনানিতে আসামিকে এজলাসে আনার আবশ্যকতা নেই’
দেশের নিম্ন আদালত এবং ট্রাইব্যুনালে শারীরিক উপস্থিতিতে আজ রোববার (২০ জুন) থেকে স্বাভাবিক বিচার কার্যক্রম শুরু হচ্ছে। তবে জামিন শুনানি এবং আমলি আদালতে ধার্য তারিখে কারাগারে থাকা আসামিকে কারাগার থেকে প্রিজনভ্যান বা অন্য কোনোভাবে আদালত প্রাঙ্গণে বা এজলাস কক্ষে হাজির করার আবশ্যকতা নেই বলে জানিয়েছে সুপ্রিমকোর্ট প্রশাসন।
- ট্যাগ:
- বাংলাদেশ
- জামিন শুনানি
- এজলাস
- আবশ্যকতা