গাড়ি চালিয়ে করোনার বিরুদ্ধে লড়াইয়ে দুই নারী
করোনা বিধ্বস্ত দেশ যখন থমকে গিয়েছিল, তখনও গতি রুদ্ধ হয়নি কলকাতার দুই নারীর৷ পিপিই পোশাক পরে ক্যাব চালিয়ে তারা কোভিড রোগীদের পৌঁছে দিয়েছেন হাসপাতাল থেকে হাসপাতালে৷ ভারতে করোনা সংক্রমণ এখন নীচের দিকে৷ কিন্তু কয়েক সপ্তাহ আগেও ছবিটা এমন ছিল না৷ সংক্রমণের প্রকোপে মৃত্যুর সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছিল৷ কিন্তু শম্পা নন্দী আর টগরী শীল এসবের পরোয়া করেননি৷ কোভিড রোগীদের সেবা দিতে তারা প্রথম সারিতে নেমে কাজ করেছেন৷ সেবা দিয়ে চলছেন এখনও৷