৩৫০ বাল্যবিয়ে বন্ধ করেছেন তিনি
সিরাজগঞ্জের তিন উপজেলায় দায়িত্ব পালনকালে মোট ৩৫০টি বাল্যবিয়ে বন্ধের দৃষ্টান্ত স্থাপন করেছেন সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আনিছুর রহমার। এর স্বীকৃতিস্বরূপ সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান থেকে তাকে সম্মাননা প্রদান করা হয়েছে। আজ শনিবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন বেলকুচি উপজেলা নির্বাহী অফিসার মো. আনিছুর রহমান।
তিনি চৌহালী উপজেলায় নির্বাহী, সদর উপজেলায় ভূমি কর্মকর্তা ও বেলকুচিতে নির্বাহী কর্মকর্তা হিসাবে দায়িত্ব নেওয়ার পর এ পর্যন্ত ৩৫০টি বাল্যবিয়ে বন্ধ করেছেন। বেলকুচিতে ১০০টি, চৌহালীতে ৩৪টি, সদর উপজেলায় ২১৬টি বিয়ে বন্ধ করেন তিনি। তিনটি উপজেলায় অপ্রাপ্তবয়স্ক স্কুলগামী মেয়েদের বাল্যবিয়ের হাত থেকে রক্ষা করেছেন।