বর্ধিত ভাড়াতেও সব সিটে যাত্রী বহন!
মহামারি করোনার মধ্যেও কোনও নিয়ম মানছে না রাজধানী ঢাকার গণপরিবহনগুলো। দূরপাল্লার বেশির বাসে অর্ধেক আসন ফাঁকা রেখে যাত্রী বহন করার নির্দেশনা মানা হলেও রাজধানীতে চিত্র পুরোপুরি ভিন্ন। বর্ধিত ভাড়া নেওয়া হলেও প্রায় সব আসনেই যাত্রী বসানোর পাশাপাশি দাঁড়িয়েও পরিবহন করার দৃশ্য দেখা যাচ্ছে প্রায়শই। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ যাত্রীরা। কিছু চালক ও হেলপার এমন কাজ করছেন- স্বীকার করে তাদের সাজা দেওয়া হচ্ছে বলেও দাবি করছেন পরিবহন মালিকরা।