বিশ্ববিদ্যালয় ভাবনা
অল্প বৃষ্টিতেই তলিয়ে যায় ঢাকা। ভোগান্তি কত প্রকার ও কী কী তা হাড়ে হাড়ে টের পান অফিসগামীরা। ফেসবুকে স্থান পায় রম্য প্রচারণা। বৃষ্টি থামলেই আবার অসহ্য গরম। শীতকালে ঢাকার আরেক নাম ধূলার শহর। বায়ুদূষন সবচেয়ে বেশি থাকে তখন। এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) এর পরিসংখ্যান বলছে, ঢাকার বাতাস তখন গড়ে প্রতি ৩ দিনে একদিন বিশ্বের সেরা দুষিত বাতাস হয়। তার মানে শীত, গরম বা বর্ষা কোন সময়ই ঢাকায় শান্তি নেই। দূর্ভোগ লেগে থাকে সব সময়। ইদানিং দেখা যাচ্ছে বৃষ্টি হলেও গরম কমছে না। ঢাকায় এতো গরম কেন? এর ব্যাখ্যা দিয়েছেন পরিবেশ বিজ্ঞানীরা। তারা বলছেন, এই শহরের প্রকৃতি হারিয়ে গেছে। অপরিকল্পিতভাবে ভবন নির্মাণের প্রতিযোগিতা চলছে। জলাশয় ভরাট হচ্ছে। এখন আর পাখির ডাক শোনা যায় না। গাছ কাটা হচ্ছে নির্বিচারে। মজার ব্যাপার হলো ঢাকায় পুকুর কাটতে অনুমতি লাগে। জলাশয় ভরাটে লাগে না। ঢাকার চারপাশে নদী ছিলো তা খেয়ে ফেলেছে খাদকরা। খালগুলোও বেদখলে। রাজনীতির ক্ষমতা তাদেরকে এ কাজের টিকেট দিয়েছে।
- ট্যাগ:
- মতামত
- পরিবেশ দূষণ
- রাজধানী
- জলাবদ্ধতা
- বাসযোগ্য শহর