উৎপাদনকারীকে ফেরত নিতে হবে ই-বর্জ্য
ইত্তেফাক
প্রকাশিত: ১৯ জুন ২০২১, ০৭:১৭
ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক পণ্য থেকে সৃষ্ট বর্জ্য বা ই-বর্জ্য উৎপাদনকারী বা সংযোজনকারী প্রতিষ্ঠানকেই ফেরত নিতে হবে। আর ব্যবহারের পর নষ্ট বা বাতিল মোবাইল ফোন, ল্যাপটপসহ ই-বর্জ্য ফেরত দেওয়ার বিনিময়ে অর্থ পাবেন ব্যবহারকারী। এমন শর্ত রেখেই ‘ঝুঁকিপূর্ণ বর্জ্য (ই-বর্জ্য) ব্যবস্থাপনা বিধিমালা, ২০২১’ প্রণয়ন করেছে পরিবেশ ও বন মন্ত্রণালয়। গত সপ্তাহেই এটা গেজেট হিসেবে প্রকাশ করা হয়েছে। এই বিধিমালার ফলে বিদেশ থেকে এখন আর কেউ পুরনো বা ব্যবহৃত মোবাইল বা ল্যাপটপ আনতে পারবেন না। বিশেষজ্ঞরা বলছেন, সচেতনতার অভাবে দিন দিন বাড়ছে স্বাস্থ্যঝুঁকি। ফলে সরকারের এই বিধিমালা দ্রুত বাস্তবায়ন করতে হবে। শুধু আইনের মধ্যে সীমাবদ্ধ রাখলে হবে না
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
১১ মাস আগে