কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

বাঘের হামলায় নিহত ২ বনজীবীর পরিবারকে ক্ষতিপূরণের অর্থ হস্তান্তর

মানবজমিন প্রকাশিত: ১৯ জুন ২০২১, ০০:০০

বন বিভাগের পাস (অনুমতিপত্র) নিয়ে সুন্দরবনে প্রবেশের পর বাঘের আক্রমণে নিহত ২ বনজীবীর পরিবারকে বন বিভাগের পক্ষ থেকে ক্ষতিপূরণের অর্থ হস্তান্তর করা হয়েছে। গতকাল সকালে পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের শ্যামনগরের বুড়িগোয়ালিনী অফিসে নিহত ২ বনজীবীর স্ত্রী হাজেরা খাতুন ও খুকুমণির হাতে ক্ষতিপূরণের ৩ লাখ টাকা হস্তান্তর করা হয়।উল্লেখ্য, এ বছরের শুরুতে বুড়িগোয়ালিনী স্টেশন অফিস থেকে পাস (অনুমতিপত্র) নিয়ে গোলপাতা সংগ্রহের জন্য সুন্দরবনে গিয়ে শ্যামনগর উপজেলার নোয়াবেকী গ্রামের আবুল কালাম বাঘের আক্রমণে নিহত হন। একইভাবে গত এপ্রিল মাসের শুরুতে মধু সংগ্রহের জন্য সুন্দরবনে প্রবেশের পর বাঘের আক্রমণের শিকার হয়ে মৃত্যুবরণ করেন শ্যামনগর উপজেলার মীরগাং গ্রামের হাবিবুর রহমান হাবু।সকাল ১০টায় আনুষ্ঠানিকভাবে ক্ষতিগ্রস্ত ২ পরিবারের হাতে ক্ষতিপূরণের অর্থ তুলে দেন খুলনা বিভাগীয় বন কর্মকর্তা আবু নাসের মহাসীন হোসেন। এ সময় সামাজিক দূরত্ব বজায় রেখে উপস্থিত ছিলেন সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক এমএ হাসান, বুড়িগোয়ালিনী স্টেশন অফিসার সুলতান আহমেদসহ বন বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও স্থানীয়রা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে