ইসলামের ঐতিহাসিকতা
ইসলাম অকস্মাৎ আবির্ভূত কোনো দ্বীন-ধর্ম নয়। পৃথিবীতে আবির্ভূত সব নবী-রাসুলই ইতিহাসের ক্রমধারায় ইসলামের সত্যায়নকারী ছিলেন। সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী ও রাসুল বিশ্বনবী মোহাম্মদ (সা.)-এর সময় এসে ইসলামের সর্বময় রূপ পূর্ণাঙ্গভাবে বাস্তবায়িত হয়। তাই ইতিহাসের পরম্পরায় মহান স্রষ্টা প্রেরিত সব নবী-রাসুল ছিলেন ইসলামেরই ফরমাবরদার। সমকালীন সমাজ, গোত্র ও ষড়যন্ত্রকারীদের সব নির্যাতন ও অবিচার থেকে নবী-রাসুলদের স্বয়ং আল্লাহই সুরক্ষা দিয়েছেন। ভয়াবহ বিপদাপদ, বালা-মুসিবত ও জটিল পরীক্ষাগুলোর মধ্যেও নবী-রাসুলদের আল্লাহপাক স্বীয় ক্ষমতাবলে হেফাজত করে পরবর্তীদের জন্য নজির রেখে দিয়েছেন।
- ট্যাগ:
- মতামত
- ঐতিহাসিক
- মুসলিম
- ইসলাম ধর্ম