কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

দশমিনায় সরকারদলীয় প্রার্থীর বিরুদ্ধে জাতীয় পরিচয়পত্র হাতিয়ে নেয়ার অভিযোগ

মানবজমিন প্রকাশিত: ১৮ জুন ২০২১, ০০:০০

দশমিনা উপজেলার ৫ নম্বর বহরমপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সরকারদলীয় নৌকা প্রতীকের প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান আনোয়ার হোসেন মৃধার বিরুদ্ধে জাতীয় পরিচয়পত্র হাতিয়ে নেয়ার অভিযোগ উঠেছে। স্বতন্ত্রপ্রার্থী (ঘোড়া) মো. আসাদুজ্জামান সোহাগ অভিযোগ করেন নৌকা প্রতীকের প্রার্থী স্থানীয় ভোটারদের ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা দেয়ার কথা বলে জাতীয় পরিচয়পত্র হাতিয়ে নিচ্ছে। বিষয়টি নিয়ে গতকাল উপজেলা নির্বাহী আফিসার বরাবর লিখিত অভিযোগে দিয়েছেন তিনি। অভিযোগ সূত্রে জানা যায়, সরকারদলীয় প্রার্থীর কর্মী-সমর্থকরা তার কর্মী সমর্থকদের অব্যাহতভাবে খুন জখমের হুমকি দিয়ে যাচ্ছেন। এ ছাড়া আগামী ২১শে জুন অনুষ্ঠিত নির্বাচনে বহিরাগত সন্ত্রাসী দিয়ে ভোট কেন্দ্র দখলের পাঁয়তারা চালাচ্ছেন। এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মো. আল-আমিন জানান, বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। অভিযুক্ত সরকারদলীয় নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী আনোয়ার হোসেন মৃধা জানান, আমার বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট অভিযোগ করা হয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে