সাইবারে ভুক্তভোগীরা যে কারণে মামলা করতে চান না
নবদম্পতি হানিমুনে গিয়েছিলেন কক্সবাজার। সেখানে হোটেলে নিজেদের অন্তরঙ্গ মুহূর্তের কয়েকটি ছবি তুলে গুগল ড্রাইভে রেখেছিলেন স্বামী। অফিসের কাজে সাইবার ক্যাফেতে গেলে মেইল পাঠানোর পর লগআউট করতে ভুলে যান। পরে অন্য একজন ছবিগুলো দেখে সেগুলো ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ব্ল্যাকমেইল করতে থাকে ওই স্বামী-স্ত্রীকে। এরপরও থানায় অভিযোগ করতে রাজি হননি ওই দম্পতি।
অন্য আরেক ঘটনায় জানা যায়, মিঠুনের (ছদ্মনাম) সঙ্গে নদীর (ছদ্মনাম) বন্ধুত্ব থেকে প্রেমের সম্পর্ক হয়। একপর্যায়ে শারীরিক সম্পর্কেও জড়ান তারা। কিছুদিন পর হয়ে যায় ছাড়াছাড়ি। এরপর মেয়েটির দাবি অনুযায়ী, ছেলেটি প্রায়ই তাদের অন্তরঙ্গ মুহূর্তের ছবিগুলো সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে আসছে। সামাজিক মর্যাদার কথা ভেবে আইনশৃঙ্খলা বাহিনীর দ্বারস্থ হলেও মামলা করতে রাজি নন নদী।