কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

জাপানে বৌদ্ধ দেবীর মূর্তিকে পরানো হল মাস্ক

বিডি নিউজ ২৪ জাপান প্রকাশিত: ১৭ জুন ২০২১, ১৮:৩৩

জাপানে করোনাভাইরাস মহামারী অবসানের প্রার্থনায় এক বৌদ্ধ দেবীর মূর্তিকে পরানো হয়েছে মাস্ক। বিশাল মূর্তির জন্য বিশেষভাবে তৈরি বৃহৎআকৃতির এই মাস্ক পরাতে চারজন শ্রমিকের সময় লেগেছে তিন ঘণ্টা।


ফুকুশিমায় ‘হৌকোকুজি আইজু বেটসুইন’ বৌদ্ধ মন্দিরে করুণার দেবী ক্যাননের শ্বেত মূর্তির মুখে মাস্কটি পরাতে দড়ি বেয়ে ১৮৭ ফুট উঁচুতে উঠতে হয়েছে।


গোলাপি নেটের কাপড় দিয়ে বানানো হয়েছে দেবী ক্যাননের এই মাস্ক। প্রায় ১৬ ফুট প্রস্থের ও ১৩ ফুট দৈর্ঘ্যের মাস্কটির ওজন হয়েছে প্রায় ৩৫ কেজি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও