![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.jagonews24.com%2Fog-image%2Fcountry%3Ffile%3Ddefault%26imgPath%3D2019November%2Fcasino1-20210617125942.jpg)
কারাগারে যেমন আছেন তিন হত্যার আসামি এসআই সৌমেন
কুষ্টিয়ায় স্ত্রীসহ তিনজনকে হত্যা মামলার আসামি বহিষ্কৃত উপ-পরিদর্শক (এএসআই) সৌমেন রায়কে কারাগারে নেয়ার পর অসুস্থ হয়ে পড়েছিলেন। তাকে রাখা হয়েছিল কারা হাসপাতালে। তবে বর্তমানে তিনি সুস্থ আছেন। তাকে কারাগারের কোয়ারেন্টাইন সেন্টারে রাখা হয়েছে।