মিয়ানমারের সেনাবাহিনীর ওপর হামলা বন্ধের ঘোষণা সশস্ত্র দলের
মিয়ানমার সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষে সাধারণ মানুষের ঘরবাড়ি ও জানমালের ক্ষতি ঠেকাতে স্থানীয়দের আহ্বানে সাড়া দিয়ে সংঘাতপূর্ণ কাইয়াহ রাজ্যে হামলা বন্ধের ঘোষণা দিয়েছে দেশটির গণতন্ত্রপন্থি সশস্ত্র একটি দল।
বার্তা সংস্থা রয়টার্সের বরাতে জানা যায়, সশস্ত্র সংগঠন দ্য কারেন্নি ন্যাশনাল ডিফেন্স ফোর্স (কেএনডিএফ) এক বিবৃতিতে সেনাবাহিনীর ওপর হামলা সাময়িকভাবে স্থগিত করার ঘোষণা দিয়েছে। বিবৃতিতে সেনা অভ্যুত্থানের বিরুদ্ধে অনড় অবস্থান তুলে ধরে বলা হয়, ‘জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানাচ্ছে কেএনডিএফ।’