কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

কুমিল্লায় মহাসড়কের পাশে নকল বিটুমিন তৈরির কারখানার সন্ধান

মানবজমিন প্রকাশিত: ১৭ জুন ২০২১, ০০:০০

কুমিল্লায় নকল বিটুমিন তৈরির কারখানা ও জ্বালানী তেল চোর চক্রের সন্ধান পেয়েছে র‌্যাব। গত মঙ্গলবার সন্ধ্যা থেকে রাতভর র‌্যাব কুমিল্লা ক্যাম্পের একটি দল জেলার চৌদ্দগ্রাম উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের রাজেন্দ্রপুর এলাকায় ‘মেসার্স আলম এন্ড কোম্পানি’ নামের একটি কারখানায় এ অভিযান পরিচালনা করে। এ সময় দুইটি তেলবাহী ট্যাংকার ও একটি ডিজেল ভর্তি পিকআপসহ বিপুল পরিমাণ চোরাই তেল ও নকল বিটুমিন, পোড়া মবিল জব্দ করে। ওই চক্রের চৌদ্দগ্রাম উপজেলার গুণবতী গ্রামের আব্দুল মান্নান ও নাঙ্গলকোটের ফোরকান মিয়া নামে ২ জনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা দেয়া হয়। গতকাল দুপুরে তাদেরকে কুমিল্লা কারাগারে পাঠানো হয়েছে।র‌্যাব-১১, সিপিসি-২ কুমিল্লার কমান্ডার মেজর তালুকদার নাজমুছ সাকিব জানান- কারখানাটিতে পুরাতন মবিল, ব্লিচিং পাউডার ও সালফিউরিক এসিড দ্বারা অবৈধভাবে পরিশোধন করে নকল ও ভেজাল ডিজেল, মবিল উৎপাদন করে বাজারজাত করা হতো। মবিল পরিশোধনের বর্জ্য নকল বিটুমিন হিসেবে অসাধু ঠিকাদারি প্রতিষ্ঠানের নিকট বিক্রয় করত বলে আটককৃতরা ভ্রাম্যমাণ আদালতকে জানিয়েছে। তিনি আরও জানান, ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ওই কারখানার কর্মচারী আব্দুল মান্নানকে ১ বছর ও ফোরকান মিয়াকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন চৌদ্দগ্রাম উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এসএম মঞ্জুরুল হক।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে